সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহঃ
জেলা সঞ্চয় অফিস/ব্যুরো,গোপালগঞ্জ এর প্রধান কাজ হচ্ছে অফিসের দৈনন্দিন কাজ পরিচালনা, জাতীয় সঞ্চয় বিভাগীয় কার্যালয়, ঢাকা কর্তৃক নির্ধারিত বিনিয়োগের লক্ষ্যমাত্রা অর্জন এবং জাতীয় সঞ্চয় স্কিমের বিনিয়োগ সংক্রান্ত আর্থিক ও আইনী সমস্যার সমাধান। জেলা সঞ্চয় অফিস/ ব্যুরো,গোপালগঞ্জ এর মাধ্যমে ২০২২-২৩ অর্থবছরে মোট 1৩৫.২২ কোটি টাকা বিনিয়োগ লক্ষ্যমাত্রার বিপরীতে মে/2৩ ইং পর্যন্ত ৪৮.১৭ কোটি টাকা অর্জিত হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৩৮.৮6 শতাংশ। অনুরুপভাবে ২০২০-২১ ও 20২১-20২২ অর্থবছরে মোট বিনিয়োগ লক্ষ্যমাত্রা যথাক্রমে ৭৮কোটি টাকা ও 100.81 কোটি টাকা যার বিপরীতে অর্জন হয়েছে যথাক্রমে 61.0985 কোটি এবং 67.2830 কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার যথাক্রমে 78.33 শতাংশ ও 66.74 শতাংশ। বিগত বছরগুলোতে ও লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জনের এ ধারা ছিল সন্তোষজনক। অর্থ মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘সরকারী ব্যয় ব্যবস্থাপনা শক্তিশালীকরণ: অগ্রাধিকার কার্যক্রমসমূহের ধারাবাহিকতা রক্ষা (পিইএমএস)’ শীর্ষক কর্মসূচীর আওতায় ‘জাতীয় সঞ্চয়স্কিম অনলাইন ম্যানেজমেন্ট সিস্টেম’ সফটওয়্যার চালু হয়েছে। ফলে জাতীয় সঞ্চয় স্কিমের লেনদেন কার্যক্রমে ইএফটি চালুসহ সঞ্চয়পত্র স্ক্রিপলেস করা হয়েছে এবং গ্রাহক সেবার মান বৃদ্ধি পেয়েছে। ডুপ্লিকেট সঞ্চয়পত্রও অনলাইনে ইস্যু করা হচ্ছে। সঞ্চয়পত্রে বিনিয়োগকারীগনকে এনআইডি/ টিআইএন নম্বর ভিত্তিক উৎসে কর কর্তন বিবরনী প্রদান করা হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস